নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জ :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার(০৬ ফেব্রুয়ারী)দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এম.পি, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার এম.পি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এম.পি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এম.পি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা, এম.পি, নারী হুইপ এ্যাডভোকেট সানজিদা খানম সহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তাঁরা স্বাক্ষর করেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL