নিজস্ব প্রতিবেদক
টঙ্গীবাড়ি(মুন্সীগঞ্জ) সংবাদদাতা:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন জুড়ে প্রতিদিন জামাই পিঠা বিক্রি করে আসছেন গাইবান্ধা জেলার স্যাদুল্লাহপুর থেকে আসা রহিম মিয়া। পিঠা বিক্রি করেই চলে রহিম মিয়ার সংসার। ৩টি মেয়েকে তিনি লেখাপড়া করান এ পিঠা বিক্রি করেই।
ছোট ছোট বাচ্চাদের নজর কাড়তে ছোট্র হ্যান্ড মাইকে বাজছে, ছোট ছোট ছেলেমেয়েরা তোমাদের জন্য আছে মজার জামাই পিঠা। হ্যা, ভাই বোনেরা জামাই পিঠা কিনুন গান আর গজল শুনুন।
পিঠা বিক্রি করে প্রতিদিন কত টাকা আয় করেন জানতে চাইলে রহিম মিয়া জানান, আমি দীর্ঘদিন যাবত টঙ্গীবাড়ীর বিভিন্ন এলাকায় জামাই পিঠা বিক্রি করি। বিশেষ করে শীত সিজনেই আসি এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পিঠা বিক্রি করি। পিঠা বিক্রি করে প্রতিদিন ৫০০/৬০০শ টাকা আয় হয় তা দিয়েই সংসার চালাই এবং ৩টি মেয়ে সন্তানকে পড়ালেখা করাই।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL