টাঙ্গাইল :
টাঙ্গাইলে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে ভাতিজা ওয়াহেদুজ্জামানকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একজনকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। রবিবার(২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান। ৬২ বছর বয়সি আবদুস সামাদ ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদুজ্জামান (৩০) পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি শাহিনুর বলেন, রাতে বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি বলেন, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদুজ্জামান মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়ীতেই দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
“নিহতের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক ছেলেকে ধরার চেষ্টা চলছে”
এ ঘটনায় সোমবার সকালে নিহতের ছোট ভাই আবদুর রশিদ বাদী হয়ে ভাতিজা ওয়াহেদুজ্জামানকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL