• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

দোহারে সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত

প্রকাশিত : ২০২১-০৩-০৩ ১৪:৫৫:১৬
photo

ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার করিমগঞ্জ বটতলা আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দোহার থানার এসআই রকিবুল ইসলাম জানান, নিহত আল ইমরান (২৬) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ধাপকাঠি গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। দোহারে থেকে রিদিশা ফুড এন্ড বেভারেজ কোম্পানি  লিমিটেডের উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি।

তিনি আরও জানান, সন্ধ্যায় বাইসাইকেলে করে অর্ডারের মালামাল সরবরাহের জন্য পালামগঞ্জ থেকে কার্তিকপুরের দিকে যাচ্ছিলেন আল-ইমরান। পথে ওই এলাকায় অজ্ঞাতনামা যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই রকিবুল।


© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com