১৮-এপ্রিল-২০২৫
১৮-এপ্রিল-২০২৫
Logo
ঢাকা

দ্রুত গতির গাড়ি কেড়ে নিলো দুই বছরের শিশু মোস্তাকিমের প্রাণ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৪ ১৬:৩২:১৩
...

আল সাদি,গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও দক্ষিণপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম নামের দুই বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মো. মোস্তাকিম গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের মো. মাসুমের সন্তান।
গত মঙ্গলবার সন্ধায় গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড বসুগাঁও দক্ষিণপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান দিন পরিবর্তনকে দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনায় এখনো অভিযোগ পাইনি। তবে এখনো অভিযোগ দেওয়ার সময় আছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পিতা মাসুম মিয়ার বরাত দিয়ে বক্তারপুর গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, মাসুম একেবারে গরীব মানুষ। সে পূবাইল মিরের বাজার এলাকায় একটা কারখানাতে কাজ করতো। মাসুমের মা বাবা গ্রামে থাকে। মাসুম গ্রামে আসলে শিশুটিকে নিয়ে ঘুরে বেড়াতো। বাবার সাথে আর বেড়ানো হলোনা শিশুটির।

বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ও স্থানীয়রা দিন পরিবর্তনকে জানান, শিশু মোস্তাকিম রাস্তায় তার চাচার সঙ্গে দাঁড়িয়ে ছিল। এ সময় জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির গাড়ি এসে তাকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল ও নারায়নকুল পূবাইল স্কুলের একাধিক নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক চালক বা গাড়ী আটক হয়নি, বলে জানায় পুলিশ।