নিজস্ব প্রতিনিধি
সোনারগাঁ (নারায়নগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধুনিক পাঠদানে অঙ্গিকারবদ্ধ একটি ব্যাতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুল'র বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর বালুর মাঠের বাজার সংলগ্ন বাচ্চু মিয়ার বাড়ি অত্র স্কুলের ক্যাম্পাস মাঠে এ খেলাধুলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীদের উচ্চতা অনুযায়ী ছেলে ও মেয়েদের আলাদাভাবে তিনটি করে মোট ৬ টি গ্রুপে বিভক্ত করে এ খেলা পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দা জানান, ২০১৯ সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছে। আমরা করোনার মহামারী পরিস্থিতিতেও সর্বাত্মক চেষ্টা করে স্কুলটিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। স্কুলের গুনগত মান বজায় রেখে একঝাঁক তরুণ শিক্ষকবৃন্দের দ্বারা পরিচালনা করা হচ্ছে।আধুনিক পাঠদানে আমরা অঙ্গিকারবদ্ধ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL