২৭-নভেম্বর-২০২৪
২৭-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

নৌকা প্রতীকে ভোট দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৯ ১২:৫২:২০
...

জামালপুর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ায় ও কাজ করায় ৩০ বছরের বেশি সময় ধরে চলাচলের একটি রাস্তা বন্ধ করে দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম।এ রাস্তাটি ১০ দিন ধরে বন্ধ করে দেওয়ায় কান্দারপাড়া গ্রামের নৌকা প্রেমী ৩০ টি পরিবারের লোকজন বিপাকে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে গতকাল রোববার বিকেলে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান,উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দার পাড়া গ্রামের ইউপি সদস্য আফজাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ায় ও কাজ করায় কান্দারপাড়া গ্রামের ফরহাদ আলীর বাড়ী হতে মিজানুর রহমান এর দোকানের পথিমধ্যে চান মিয়ার বাড়ীর পাশ।এ রাস্তাটিতে খুঁটি গেড়ে বাঁশ ও কাবাডি দিয়ে বেড়া তৈরি করে ৩০ বছরের রাস্তাটি দিয়ে চলাচল সুবিধা বন্ধ করে দিয়েছে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম।

যার ফলে ৩০টি পরিবারের চলাচল করছেন অন্যর বসত বাড়ী-ঘরের আঙ্গিনা দিয়ে।এতে করে অন্তত: ৩০ পরিবারের লোকজন স্বাভাবিক চলাচলের ভোগান্তি পোহাচ্ছেন।রাস্তাটি ব্যবহারকারী ওই গ্রামের মহির উদ্দিন সহ স্থানীয় লোকজন বলেন, জনসাধারনের রাস্তাটি বন্ধ করায় তাদেরকে অন্য রাস্তা দিয়ে ঘুরে বের হতে হচ্ছে,যা খুবই কষ্টকর।ভুক্তভোগীরা চলাচলের জন্য অবমুক্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী পোগলদিঘা ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন মেম্বার বলেন- আমি কার কাছে অভিযোগ করবো।আমরা নৌকায় ভোট দিয়েছি এ কারনে উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম খুঁটি গেড়ে বাঁশ ও কাবাডি দিয়ে বেড়া তৈরি করে আমাদের একমাত্র চলাচলের জন্য রাস্তাটি চলাচল সুবিধা বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম জানান,এ রাস্তা আমার নিজস্ব জায়গা।এ জায়গায় আমি বেড়া দেইনি।আমার সাথে আফজাল মেম্বারের সাথে রাস্তার কাজ নিয়ে কথাকাটাকাটি হয়।এ সময় ২/৩ জন আমার সর্মথক সাথে ছিল হয়তো তারা ক্ষেপে আমাকে না জানিয়ে হয়তো বেড়া দিয়েছে।এ বিষয়টি আমাকে আফজাল হোসেন মেম্বার জানালে রাস্তাটি খোলাশা করে দেয়ার ব্যাবস্থা নিতাম বলে জানান তিনি।

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক বলেন,নৌকায় ভোট ও কাজ করায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।একজন জনপ্রতিনিধির বাড়ীতে যাওয়ার রাস্তা খুটি গেড়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এক নেতা।তিনি বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা বলেন, রাস্তা দিয়ে চলচল করা একজন নাগরিকের রাষ্ট্রীয় অধিকার।যদি কেউ কারো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে থাকে তবে সে কাজটি ঠিক করেনি।