সাভার (ঢাকা) :
সাভার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত পিঠা মেলা ২০২৪ এ প্রথম স্থান অধিকার করেছে যৌথভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় দুই দিনের অনুষ্ঠানের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের হাত থেকে প্রথম স্থান অধিকার করায় সম্পাননা স্মারক গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার কর্তৃপক্ষ।
এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা সহ হাসপাতালের অনেকেই উপস্থিত ছিলেন। ডা: সায়েমুল হুদা বলেন, পিঠা মেলায় আমরা ২৫ প্রকার পিঠা তৈরি করেছিলাম এবং সর্বোচ্চ ৩৪ হাজার ৬৭০ টাকা বিক্রি করতে সক্ষম হয়েছি। যা মেলায় সর্বোচ্চ বিক্রি। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। প্রতিবছর এ ধরনের উৎসব অব্যাহত রাখার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL