গাজীপুর :
দায়িত্ব পালনকালে বন্দির জন্য মুঠোফোন এনে দেয়ায় বরাখস্ত হলেন এক কারারক্ষী।
গেল-শুক্রবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে।
বরখাস্তকৃত কারারক্ষীর নাম মোঃ মাহফুজ হাসান রনি। তার কারারক্ষী আইডি নং-১৪৭৪৭।
শনিবার (২রা মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম।
সূত্রে জানায়, প্রধান কারারক্ষী গাজীউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যান্তরে একজন বন্দিকে একটি স্মার্টফোন দেয়ার জন্য যোগাযোগ করছেন। পরে প্রধান কারারক্ষীর রনির দেহ তল্লাশি করেন। এ সময় ওই কারারক্ষীর কাছে কালো কসটেপে মোড়ানো একটি মোবাইল ফোন ও
ইউএসবি চার্জার পাওয়া যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, কারারক্ষী রনির কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করে শরিয়তপুর জেলা কারাগারে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL