২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

বাড়াবাড়ি করলে তিশাকে হত্যার হুমকি, থানায় বাবার জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০২-১৮ ১৮:২৩:৩৭
...

অভিযোগের তির মুশতাকের দিকে

অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে দাবি করে মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) মুগদা থানায় সশরীরে উপস্থিত হয়ে এ জিডি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে তাকে হুমকি দেন। তার দাবি মতে, ফোনে বলা হয়েছে, বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব। জিডির বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ডিবিতে একই অভিযোগ দাখিল করেছেন তিশার বাবা সাইফুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি বলেন, ফোন করায় পরিচয় জানতে চাইলে বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি অশুভ ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ঘটনা যথাযথ তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থার দাবি জানান তিনি।
/মামুন