গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে একটি ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে কামাল প্রামানিক (৪৫)।
সোমবার (০৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার উলুসারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই ইয়াকুব হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , নিহত কামাল হোসেন উপজেলার বিশ্বাস পাড়া এলাকার আবুল কালাম এর বাড়িতে ভাড়া থাকতেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার মমিন মিয়া দিন পরিবর্তনকে জানান, আজ সোমবার কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় শরিফ হোসেনের একতলা একটি নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজ করছিলো। ওই ভবণের উপরে কাছাকাছি ৩৩ হাজার বোল্ট এর একটি বিদ্যুত লাইন রয়েছে। সেখানে কাজ করতে গিয়ে উচ্চ মাত্রার বিদ্যুৎ সরবরাহ লাইনের স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান থানার ওসি এ এফ এম নাসিম।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL