শ্রীপুর(গাজীপুর):
শীতকালীন টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষক শাহ আলম । কৃষক শাহ আলম
উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ বছর বাড়ির আঙিনায় ৩৫ শতাংশ জমিতে টমেটো চাষ করেছেন। এতে সফলও হয়েছেন শাহ আলম।সরেজমিনে টমেটো ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে টমেটো।চাষিরা গাছ থেকে পাকা টমেটো বাজারে বিক্রয়ের জন্য তুলছেন।জমির একপাশে টমেটোর স্তূপ।এ সময় কথা হয় টমেটো চাষি মো. শাহ আলমের সঙ্গে তিনি বলেন, ‘আমি এই বছর ৩০ হাজার টাকা খরচ করে ৩৫ শতাংশ জমিতে কোনো প্রকার বিষ না দিয়ে টমেটোর চাষ করেছি। বীজ রোপণের এক মাসের মধ্যে চারা গজায়।
চারা রোপণের তিন মাসের মধ্যেই গাছে ফল আসে। অমৌসুমে হওয়ায় বাজারে টমেটোর দামও ভালো। তিনি বলেন, ‘এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ টমেটো বিক্রি হয়েছে, যা ৫০ হাজার টাকার বেশি। আশা করছি আরও লাখ টাকার টমেটো বিক্রি করতে পারব। জানা যায়, টমেটো চাষ করে ভাগ্য বদল হয়েছে তার । এসব টমেটো হাটে-বাজারে নিতে হয় না। পাইকাররা জমি থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। তাই কম খরচে টমেটো চাষ শ্রীপুরের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মো. জিল্লুর রহমান বলেন, গাছগুলিতে থোকায় থোকায় কাঁচা পাকা টমোটো ধরে আছে। টমেটোর ভরে গাছের মাচা ভেঙ্গে মাঠিতে নুয়ে পড়েছে। কম খরচে এই পদ্ধতিতে টমেটোর চাষ করে টমেটোর উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। শাহ আলমের দেখাদেখি আমিও বিভিন্ন ফসল চাষাবাদ করছি। স্থানীয় বাসিন্দারা জানান কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। এবার টমেটোর ভালো ফলন হয়েছে।বর্তমানে বাজারে টমেটোর চাহিদা ও দাম ভালো থাকায় এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার টমেটো বিক্রয় করেছেন ।
এখনো গাছে যে পরিমাণে টমেটো আছে তা বিক্রয় করে প্রায় লাখ টাকা আয় হবে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান,শাহ আলম কৃষি চাষাবাদে ব্যাপক আগ্রহী। এ বছর টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আগামী বছর যেন আরও টমেটো চাষ হয়, সে জন্য কৃষকদের উৎসাহিত করব। শীতকালীন টমেটো চাষে কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ, সার ও গাছের শক্তি বৃদ্ধির জন্য হরমোন দেওয়া হয়েছে। টমেটো চাষ করে তিনি ব্যাপক সফলতাও পেয়েছেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL