নিজস্ব প্রতিনিধি
মাদারীপুর :
মাদারীপুরে দুইদিন ব্যাপী বালক-বালিকাদের টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের ৮ম তলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মোঃ নজরুল ইসলাম।
জেলা ক্রীড়া অফিস জানায়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বালক-বালিকাদের দুইদিন ব্যাপী আন্তঃউপজেলার আন্তঃ স্কুল, মাদ্রাসা শীতকালীন টেবিল টেনিস (একক ও দ্বৈত) শুরু হয়েছে। এতে প্রতিটি উপজেলার চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ ৬টি প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সমবায় ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রফিকুল ইসলাম লিটন, টেবিল টেনিস দলের প্রশিক্ষক মুসফিকুল আহসান নবীনসহ অন্যরা।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে বেগবান করা সহ নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL