২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

রাজধানীতে ভুয়া ডিসি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০১ ১৭:৫৫:০৯
...

আদালত আসামির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন

রাজধানীর বাবুবাজার ব্রিজের পাশ থেকে গ্রেফতার তাহলিল মোহাম্মদ নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভুয়া উপ-কমিশনারকে (ডিসি) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত আসামির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার সাব-ইন্সপেক্টর রুশদ হাসান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামির পক্ষে আমিনুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।

গত ৩১ জানুয়ারি তাহলিল মোহাম্মদ নামে ওই ভুয়া ডিসিকে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী ট্রাফিক জোনের টিএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান প্রতারণার অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, ডিএমপির লালবাগ ট্রাফিক ডিউটি করাকালীন ৩১ জানুয়ারি সন্ধ্যায় কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজের পূর্ব পাশের সিঁড়ির ওপর অবস্থানকালে তাহলিল একটি পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল যোগে মজিবুর রহমানকে এসে বলে যে, ‘এই মুজিবুর আমি সিআইডির এসি, তুমি এই গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নাও। ‘বিষয়টি সন্দেহ হলে মুজিবুর রহমান নয়াবাজার ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ (টিআই) জানে আলমকে অবহিত করেন। জানে আলম তাহলিল মোহাম্মদকে (৪৩) আটক করার নির্দেশ দেন। মুজিবুর রহমান তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, পুলিসের ট্রাউজার, সাংবাদিকের কার্ড, মোবাইল জব্দ করা হয়।

তাহলিল বরিশাল সদর থানার কাউনিয়া ফাস্ট লেনের মোজাম্মেল হোসেনের ছেলে।