গোপালগঞ্জ :
গোপালগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে জমিজমা বিরোধের জের ধরে ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে শিলন শেখ (২৫) নামের এক যুবক। মারাত্মক আহতাবস্থায় তাকে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে নেয় হয়েছে। আজ রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিলন শেখ বলেন, খাগাইল গ্রামে বাড়ীর সীমানার জমি নিয়ে ওবায়দুল শেখের সাথে আকরাম মৃধার দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলে দুইজনের সম্মতিতে সীমানা প্রাচীর তৈরীর উদ্যোগ নেয়া হয়।
আজ রবিবার সকালে সীমানা প্রাচীর তৈরীর করার জন্য শিলন শেখসহ কয়েকজন রাজমিস্ত্রী কাজ করতে আসে। এসময় আকরাম মৃধার ছেলে আজিজ মৃধা বাঁধা দিলে বাকবিতন্ডা এক পয্যায়ে আহত শিলনের মামাকে মারতে গেলে সে ঠেকাতে যায়।
এসময় আজিজ মৃধা রাজমিস্ত্রী শিলন শেখের ডান চোখে চুরি দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হলে এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে ভর্তি করে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু হাসাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আজিজ মৃধা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ছুরিকাঘাতে ওই যুবকের চোখের কার্নিয়া ও টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। তাকে উন্নত চিকিসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL