২৫-নভেম্বর-২০২৪
২৫-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

শ্রীপুরে কলাবাগানে পড়ে ছিলো এক নারীর আগুনে পোড়া মরদেহ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২৯ ১৬:১৬:১৪
...

গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে মালেকা বেগম নামের এক নারীর আগুনে পোড়া মরদেহ কলাবাগানে পড়ে ছিলো। নিহত নারীর নাম মালেকা (৩৫)। সে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গোতার বাজার স্কয়ার সংলগ্ন কাঠমিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস.আই) মিন্টু মিয়া দিন পরিবর্তনকে জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় মধ্যে যেকোনো সময় শ্রীপুর থানাধীন গাজীপুর ইউনিয়নের গাজীপুর উত্তর পাড়া স্কয়ার কোম্পানির জমিতে কলাবাগানের ভিতর ভিকটিম মালেকা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আগুনে পুড়িয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ঘটনার রহস্য বের হয়ে আসবে। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি, বলেও জানায় পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীপুর উপজেলায় গাজীপুর ইউনিয়নর উত্তর পাড়া (৭ নং ওয়ার্ড) গ্রামে নিহতের স্বামী বাচ্চু মিয়া তার পিতা আহাদ আলীর ভিটায় বসবাস করে কাঠমিস্ত্রী কাজ করেন। আজ সকালে কাঠমিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রীর আগুনে পোড়া মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশ।