১৮-এপ্রিল-২০২৫
১৮-এপ্রিল-২০২৫
Logo
ঢাকা

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১১ ১৭:১৯:১২
...

শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল মহড়া দিয়ে বাসাবাড়িতে গুলির ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের গভীর বনের ভেতর অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের খবর পেয়ে একজন সদস্য পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব ।

রোববার দুপুরে শ্রীপুর পুলিশ ও র‍্যাব পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় কিশোর গ্যাংয়ের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই অস্ত্র আইনের মামলার আসামি। গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন–উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের সাব্বির হোসেন (২১), সাগর (২২), সোহেল রানা (২১), মো. ফরহাদ (২১), শাকিল আহমেদ (২০) ও হৃদয় সরকার (২১)। তাঁদের মধ্যে সাব্বির হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র‍্যাবের টহল দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাত ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। ঘটনার সময় দুটি বাড়িতে গুলি ছোড়াসহ দেশীয় অস্ত্রের মহড়া দেয়। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার দুপুরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতের পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের শফিকমোড় সড়কে মোটরসাইকেল মহড়া দিয়ে জনৈক সৌদিপ্রবাসী মাহবুব আলম ও কলেজশিক্ষক শিপুল খন্দকারের বাসায় গুলি ছোড়ে। এ ছাড়া কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে কিশোর গ্যাং সদস্যরা।