২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

শ্রীপুরে ৬০ টাকায় মিলল আটটি পণ্য

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-১২ ১৭:০৮:৩১
...

শ্রীপুর(গাজীপুর):
পবিত্র রমজান মাস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ৬০ টাকায় চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি ও পেঁয়াজ,লাউ,আলু বিক্রি করেছে মেসার্স বকুল এন্টারপ্রাইজ।মঙ্গলবার সকল থেকে উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় শতাধিক পরিবারের মধ্যে এই পণ্যসামগ্রী বিক্রি করা হয়।তা চলবে ৩০ রমজান পর্যন্ত।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে রমজান উপলক্ষে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির এই উদ্যোগ নেয় মেসার্স বকুল এন্টারপ্রাইজ। আটটি পণ্য ৬০ টাকা করে কেনার সুযোগ পায় শতাধিক পরিবার।এই প্যাকেজে ছিল এক কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি মুড়ি, আধা কেজি ছোলা ও আধা কেজি পেঁয়াজ,লাউ,আলু ।
মেসার্স বকুল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ মাহমুদুল্লাহ শেখ বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি। রোজায় দাম কয়েক গুণ বাড়ে। তাই সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই ক্ষুদ্র এই উদ্যোগ নেওয়া হয়।