সাভার (ঢাকা):
সাভারে পারিবারিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয়, মানসিক স্বাস্থ্য বিষয়ে গনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নবীনগরে গনস্বাস্হ্য অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদার তত্ত্বাবধানে ও এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা- ২০ আসনের সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ডাঃ নাজিম উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এনামুল রহমান আইয়ুব, জনাব সৈয়দ রাজিয়া মোস্তফাসহ প্রমুখ।এ সময় ডা. সায়েমুল হুদা বলেন, আজকে আমরা সমাজকে রক্ষায় এই জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করেছি।কারন বর্তমান সমাজ আজ ধ্বংসের মুখে।
হাসপাতালে প্রতিনিয়ত আত্মহত্যার চেষ্টা করা রোগীর সংখ্যা বাড়ছে।প্রতিবছর ১৭০০০ অধিক শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে।কিশোর-কিশোরীর প্রেম, বিরহ,পারিবারিক সমস্যার কারনে অভিমানে তাদের জীবন নষ্ট করছে এছাড়া ও নানাবিধ কারণে সমাজ আজ ধ্বংসের মুখে। এই সমাজকে আমাদের বাঁচাতেই হবে। আমাদের সবাইকে পারিবারিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয়, মানসিক স্বাস্থ্য বিষয়ে গনসচেতনতা বাড়াতে হবে তাহলেই এটা প্রতিরোধ করা সম্ভব হবে।
এ সময় তিনি গনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি গণসচেতনতা বাড়াতে সমাজের বিত্তবান,সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষকবৃন্দ ,জনপ্রতিনিধি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় সাভার উপজেলার অন্তর্গত বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL