০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
ঢাকা

সাভারে দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-১২ ১৬:২৪:৪৯
...

সাভার (ঢাকা) :

প্রথম রমজান কে সামনে রেখে সাভারে প্রায় ৩০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থা।
সোমবার বিকালে সাভারে সিআরপি এলাকার একটি মাঠে প্রতিবন্ধী অসহায় দুঃস্থ পরিবারের মাঝে রমজান উপলক্ষে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি,একুশে আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মক আহত আওয়ামী লীগ নেত্রী এবং বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মানবিক নেত্রী মাহবুবা পারভীন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ও উক্ত সংস্থার উপদেষ্টা সাইদুল ইসলাম এবং সংগঠনটির চেয়ারম্যান তুষার ঘোষ।।

উল্লেখ্য এই সংস্থাটি দীর্ঘদিন ধরে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। মানবিক নেত্রী মাহবুবা পারভীনের পরামর্শক্রমে সংস্থাটি উত্তরোত্তর এগিয়ে চলেছে। বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থা কর্তৃক বিতরণকৃত রমজানের ইফতার সামগ্রী পেয়ে ৩০০ প্রতিবন্ধী পরিবারের মুখে হাসি ফুটে ওঠে।

তাদের অনেককেই এ সময় আবেগাপ্লুত হতে দেখা যায়। অসহায় প্রতিবন্ধী খাদিজা পারভীন বলেন, বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার এই ইফতার সামগ্রী হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত। প্রথম রমজান থেকেই তাদের দেয়া ইফতার সামগ্রী দিয়ে আমরা তৃপ্তি সহকারী ইফতার করতে পারবো। এ কথা ভেবে খুবই ভালো লাগছে। তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করেন।