২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

সাভারে বিক্ষোভরত শ্রমিকদের সমস্যা সমাধান করলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৪ ১৭:০২:১৩
...

সাভার (ঢাকা)
সাভারের আশুলিয়ার জিরাবোতে অবস্থিত অরুনিমা গার্মেন্টসে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সমস্যা সমাধান করলেন যুবলীগ নেতা দেওয়ান রাজু দেওয়ান। কয়েক মাস আগে বকেয়া থাকা এক মাসের বোনাস, তিন মাসের টিফিন বিল পরিশোধের দাবিতে
অরুনিমা গার্মেন্টসের প্রায় আট হাজার শ্রমিক দুই দিন ধরে বিক্ষোভ করে আসছিল। গার্মেন্টসটির মালিক বাহিরে থাকায়, সেখানে কর্মরত শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই সমস্যার কোন সমাধান করতে পারছিলেন না। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান রাজু আহমেদ সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভরত শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়ে সমুদ্বয় পাওনা পরিশোধের ঘোষণা দেন। তার ঘোষণার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেওয়ান রাজু বলেন, আমি আপনাদের প্রতিবেশি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তি হিসেবে মনে করি আপনাদের পাশে এসে দাঁড়ানো আমার উচিত। তাই আপনাদের সমস্যা সমাধানের জন্য ছুটে এসেছি। মালিকপক্ষের সাথে কথা বলে দুই একদিনের মধ্যে আপনাদের দাবি-দাওয়া বকেয়াদি পরিশোধ করা হবে। মালিক পক্ষ দিলো নাকি আমি দিলাম সেটা আপনাদের দেখার দরকার নেই। আপনাদের দেনা পাওনা পরিশোধ হইলেই হলো। তার ঘোষনায় শ্রমিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং রাজু আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ঘটনার পর আজ বুধবার দুপুরের দিকে গার্মেন্টসটিতে গিয়ে দেখা যায়, মালিকপক্ষ শ্রমিকদের সমস্ত পাওনাদি পরিশোধ করছেন। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন,দেওয়ান রাজুর হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়েছে। ফলে,আজ থেকে পুরোদমে কারখানাটির উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। বেতন বোনাস পেয়ে শ্রমিকরাও নিজ নিজ কাজে মন দিয়েছেন।