২২-নভেম্বর-২০২৪
২২-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

সাভারে বেসরকারি স্কুলে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়কের বেঞ্চ প্রদান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২৪ ১৭:০৪:৪৬
...

সাভার (ঢাকা) :
সাভারের বিভিন্ন বেসরকারি স্কুলে বেঞ্চ প্রদান করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজান।
শনিবার ২৪ ফেব্রুয়ারী সাভার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল ওয়াহাব, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকী ও প্রচার সম্পাদক মোঃ সফিকুল ইসলামসহ নেতৃবৃন্দের হাতে সংগঠনের অধীনে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২৩০ টি স্কুল বেঞ্চ প্রদান করেন নব ঢাকা জেলা আহবায়ক জিএস মিজান।


এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদেরকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরন নিশ্চিত করেছেন। জিএস মিজান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ বাস্তবায়নে দলের কর্মী হিসাবে শিক্ষার প্রতি আন্তরিক বলেই কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পাশে থেকে সার্বিক সহযোগিতার করে যাবেন। তিনি নিজ কার্যালয়ে অনআনুষ্ঠিকভাবেই ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানস্বরুপ এই বেঞ্চ বিতরন করলেন।কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল ওয়াহাব ও সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকী সন্তোষ প্রকাশ করে বলেন ইতিপুর্বেও শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চ দিয়েছিলেন আজকের এই অনুদানে প্রমান করে তিনি একজন শিক্ষাবান্ধব রাজনৈতিক নেতা। ভবিষ্যতে তার মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য গত ১৭ ই ফেব্রয়ারী কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ মিজানুর রহমান (জিএস মিজান)কে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। তারপরই জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও যুবলীগের সাধারন সম্পাদক ও সংসদ সংদস্য আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলকে । এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজান, যুবলীগ নেতা নাজমুল আহসান লিংকন প্রমূখ।