নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান আজ রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রীসহ অন্যান্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন শেখ হাসিনার বাংলাদেশে কেউ দুর্যোগের কারণে না খেয়ে থাকবে না।
উল্লেখ্য যে গত ২৫ মার্চ রাজধানীর গুলশানের করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর ক্ষতিগ্রস্ত এলাকায় টিন, শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্রতিদিন ইফতারিসহ খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: মিজানুর রহমান।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL