ইংলিশ ক্লাব লিভারপুলের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছেন ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষক অ্যালিসন বেকার। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন এই তারকা। এর ফলে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি।
আলেকজান্ডার আর্নল্ড ও সোবোসজলাইয়ের পর আরও একটি ধাক্কা খেল ইংলিশ ক্লাবটি। এর আগে চলতি মৌসুমের শুরুতে অ্যালিসন একই সমস্যার কারণে তিনটি ম্যাচ মিস করেছিলেন। গত সপ্তাহের শেষে বার্নলির বিপক্ষেও খেলতে পারেননি তিনি। সেবার ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে সুস্থ হয়ে চলতি সপ্তাহেই অনুশীলনে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান সেনশেসন। কিন্তু ইনজুরি তাকে আবারও মাঠ থেকে দূরে সরিয়ে দিল।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে অলরেডসরা। অ্যাওয়ে ম্যাচটিতে ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বর্তমানে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে দলটি।
DP-ASIF
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL