লালমোহন (ভোলা) :
"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো-স্মার্ট সোনার বাংলা গড়বো" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে৷
রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিল উদ্দিন ইমনসহ সিপিপি, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন স্বেচ্ছাসেবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL