প্রায় ৯
বছর পরে
‘সৌভাগ্য’
চলচ্চিত্র দিয়ে
গত বছর
প্রেক্ষাগৃহে ফিরেছিলেন
চিত্রনায়িকা মৌসুমী। এক বছরেরও
বেশি সময়
বিরতি নিয়ে
আবারো বড়
পর্দায় আসছে
প্রিয় দর্শীনি
খ্যাত এই
নায়িকা। বুধবার
আনকাট সেন্সর
বোর্ডের সনদ
পেয়েছে মৌসুমীর
‘ভাঙন’
চলচ্চিত্র। এটি
অক্টোবরে মুক্তি
দেওয়ার প্রস্তুতি
নিয়েছে বলে
জানান পরিচালক
মির্জা শাখাওয়াত
হোসেন। তিনি
বলেন, দর্শক
এখন নতুন
স্বাদের সিনেমা
দেখা শুরু
করেছেন। আশা
করছি ‘ভাঙন’ দর্শক
তৈরি করবে। ‘ভাঙন’
মূলত ভাসমান
মানুষদের জীবনের
গল্প। এই
শহরের সুবিধাবঞ্চিত
বিশাল জনগোষ্ঠী
অনেকেই দেশের
বিভিন্ন প্রান্ত
থেকে এসেছেন। কেউ নদীর
ভাঙনে ঘরহারা,
কেউ সমাজে
নানাভাবে বঞ্চিত
হয়ে বাঁচার
জন্য আশ্রয়
নিয়েছেন এই
শহরে। এক
সময় এসব
মানুষ এক
সারিতে জড়ো
হন। তারা
বসবাস শুরু
করেন বস্তিতে। তাদের গল্পগুলোই
নির্মাতা তুলে
ধরেছেন ‘ভাঙন’-এ। সাহিত্যনির্ভর এই
চলচ্চিত্র নিয়ে
পরিচালক শাখাওয়াত
হোসেন বলেন,
‘চলচ্চিত্রটি নিয়ে
সেন্সর বোর্ড
করেছে। সদস্যরা
জানিয়েছেন, সমাজে
এ ধরনের
গল্পগুলো তুলে
ধরার প্রয়োজন।
ইতোমধ্যে বুকিং
এজেন্ট থেকেও
মৌসুমী অভিনীত
সিনেমাটি নিয়ে
আগ্রহ দেখাচ্ছে। তারা বলছে,
এই সময়ে
দর্শক বিকল্প
ধারার সিনেমার
গল্পগুলো দেখতে
চাচ্ছেন। অনেকদিন
পরে মৌসুমী
অভিনীত প্রধান
চরিত্রের কোনো
সিনেমা মুক্তি
পাচ্ছে। আমরা
আজই সিনেমাটি
মুক্তির জন্য
শিডিউল বুকিং
করব। ’
সিনেমায় ফেরি
করে চুরি-ফিতা
বিক্রেতার চরিত্রে
দেখা যাবে
অভিনেত্রী মৌসুমীকে। দীর্ঘ বিরতি
দিয়ে তিনি
২০২০-২১
অর্থবছরে সাধারণ
শাখায় অনুদানপ্রাপ্ত
সিনেমাটিতে নাম
লেখান এই
অভিনেত্রী। মৌসুমী
জানান, ‘রেলস্টেশনে
এসে জড়ো
হওয়া কিছু
ছিন্নমূল মানুষের
গল্পের ছবি
ভাঙন। এখানে
ফেরিওয়ালার চরিত্রে
অভিনয় করছি।
আশা করছি,
গল্প ও
চরিত্র মিলিয়ে
ছবি দুটি
দর্শকের ভালো
লাগবে। ’
‘ভাঙন’
চলচ্চিত্রে আরো
অভিনয় করেছেন
ফজলুর রহমান
বাবু, প্রাণ
রায় প্রমুখ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL