বিনোদন প্রতিবেদক
একাধারে তিনি মডেল, অভিনেত্রী এবং উপস্থাপক। তবে মডেল কিংবা উপস্থাপক হিসেবে নিজেকে পরিচয় দিতে রাজি নন। যদিও মডেলিং দিয়েই আলোচনায় আসেন তিনি। কিন্তু অভিনয়কে ঘিরেই তার সব ধ্যান-জ্ঞান। হোক সেটা চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েব সিরিজ। পুরো মাসজুড়েই ব্যস্ততা থাকত তার। হ্যাঁ, সাফা কবিরের কথাই বলা হচ্ছে। ছোটপদার্য় তিনি এখন অনেকটাই পরিচিত মুখ। এই বছর অনেকগুলো নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব সিরিজ, গান ভিডিওতে কাজ করে নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে প্রমাণের চেষ্টা করেছেন। বলা যায়, অনেকখানি সফলও হয়েছেন। গেল রোজার ঈদে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘রিসাইকেল বিন’, ‘ব্যাড বাজ’, ‘হ্যালো লিসেনারস’, ‘নয়নতারার গল্পগাথা’, ‘স্টেশন’, ‘তুমি আসবে আমি জানি’, ‘শেষ বিকেল’সহ অনেক নাটকে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। এবার ঈদে শিহাব শাহীনের পরিচালনায় রোমান্টিক-কমেডি ঘরানার ‘হট টেম্পার’ নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন সাফা। এ ছাড়া কাজল আরেফিন অমির ‘গুড বাজ’সহ বেশ কয়েকটি নাটকে তাকে দেখা গেছে। প্রত্যেকটি নাটকে সাফার অভিনয় হয়েছে প্রশংসিত। তবে একক নাটকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা। বলেন, একটি গল্প নিয়ে অনেক দিন কাজ করতে হয় ধারাবাহিক নাটকে। সময় দিতে হয় প্রচুর। প্রতি মাসে নির্ধারিত সময় বের করা কঠিন হয়ে পড়ে। এটা আমার জন্য কঠিন। আমি ক্যারিয়ারের শুরু থেকেই একক নাটকে কাজ করে আসছি। একক নাটকেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
ইমরাউল রাফাতের পরিচালনায় একটি একক নাটকে শুটিং করছেন এই তারকা। নাটকের নাম ‘জাপানিজ বউ’। নাটকের গল্পটি একটু কমেডি ঘরানার হলেও এতে সুন্দর একটি মেসেজ আছে বলে জানান সাফা। কয়েক দিন আগে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। তবে মুক্তির আগে এটি নিয়ে কিছু বলতে নারাজ তিনি। বলেন, ফিল্মের নাম, পরিচালকের নাম, সহ-অভিনয়শিল্পী, চরিত্র, গল্প কোনো কিছুই বলা যাবে না। একটুকু বলতে পারি দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন। এটি প্রযোজনা করছে চরকি।
নাটক, টেলিছবি, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, স্টেজ শো ও উপস্থাপনা করছেন নিয়মিত। বলা যায়, সাফা ‘একের ভেতর অনেক’। কিন্তু এত কিছু একসঙ্গে করতে গিয়ে তাকে কেমন ভোগান্তি পোহাতে হয়? সাফার ভাষ্য, ‘আমার সবকিছু জানার কৌতূহল থাকে বেশি। নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে ভালো লাগে। এ ছাড়া আমার প্রতিটি কাজ একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। যেজন্য আমাকে তেমন সমস্যায় পড়তে হয় না।’
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL