২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
বিনোদন

ওয়াসিমের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকে ছায়া

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-১৮ ০৬:৫২:৩১
...

এক সময় ঢাকাই সিনেমার সোনালি দিনে হাতেগোনা মাত্র কয়েকজন নায়ক রাজত্ব করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন নায়ক ওয়াসিম। ‘রাতের পর দিন’, ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর’ সহ অল্প কিছু সিনেমা দিয়ে তিনি পরিণত হয়েছিলেন সুপারস্টারে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নায়িকা কবরীর মৃত্যুতে শোকের মেঘ না কাটতেই ওয়াসিমের চলে যাওয়া যেন শোকের বৃষ্টি নামিয়ে দিল দেশের চলচ্চিত্রাঙ্গনে।

কিংবদন্তি এই অভিনেতার চলে যাওয়ায় তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন চলচ্চিত্রাঙ্গনসহ দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা।

চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার ছোটবেলার স্বপ্নের নায়ক ওয়াসিম ভাই। তাকে দেখার জন্য এফডিসির গেটের দারোয়ানের, থাক সে কথা। সুপারস্টার কাকে বলে, তাকে আমি দেখেছি। আজ তার মৃত্যুর সংবাদ মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আর পারছি না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘ওয়াসিম ভাইকে আল্লাহ বেহেশত দান করুন। আমিন।’

ওয়াসিমের মৃত্যু শোক জানিয়ে নায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, ‘মৃত্যু মিছিলে সামিল হলেন বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিম ভাই। নক্ষত্রেরা ঝরে যাচ্ছে, আকাশ আলো শূন্য হচ্ছে প্রতিদিন। যে শুন্যতা আর পূরণ হবার নয়। অনেক দোয়া আপনার জন্য। যেখানেই থাকুন, ভালো থাকুন।’