২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
বিনোদন

কবরীকে নিয়ে শাকিবের আবেগঘন স্ট্যাটাস

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-১৭ ০৭:৪১:১৬
...

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মিষ্টি হাসি আর অভিনয় নৈপুণ্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। জুনিয়র শিল্পীদের কাছে তিনি ছিলেন প্রিয় ‘কবরী আপা’। তার মৃত্যুতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেমে এসেছে শোকের ছায়া।

কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে বাংলা সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি সময় টিভির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী আপা। তিনি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন...

চলচ্চিত্রের প্রাজ্ঞজনের একজন ছিলেন কবরী আপা। তিনি সোনালি অতীতে সমুজ্জ্বল সাক্ষী ছিলেন। সুতরাং, হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, সুজন সখী, তিতাস একটি নদীর নাম, সারেং বউ, নীল আকাশের নিচেসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী আপা।

অভিনেত্রী পরিচয়ের বাইরে পরিচালনাতেও সুনাম অর্জন করেছিলেন তিনি। পর্দার মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেলেও ব্যক্তি জীবনে কবরী আপা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ।

কিংবদন্তি এই মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তাঁর সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি।

যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা...