• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

জনপ্রিয় রেডিও জকির মৃত্যু

আন্তর্জতিক ডেস্ক প্রকাশিত : ২০২২-১০-২৭ ১২:১০:৩৫
photo সংগৃহীত ছবি

লাইভ শো চলাকালে ব্রিটেনে জনপ্রিয় এক রেডিও জকির মৃত্যুর হয়েছে। তার নাম টিম গফ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর।

গত সোমবার স্থানীয় সময় সকাল ৭:৫০ মিনিটে ‘জেনএক্স রেডিও’ এর সকালের একটি অনুষ্ঠান লাইভ করার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে টিম গফের।

জানা গেছে, ইংল্যান্ডের সাফলক শহরের লেকফর্ড গামের নিজের বাড়ি থেকেই ওই অনুষ্ঠান পরিচালনা করছিলেন টিম গফ। তিনি একজন জনপ্রিয় রেডিও জকি ছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে এই কাজে নিয়োজিত ছিলেন টিম গফ। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com