জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ফুসফুসে সংক্রমণ নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার রাতে হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১ এপ্রিল ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে হাবিব। একটু জ্বর ও কাশি ছিল তার। হাসপাতালে গিয়ে জানতে পারি ফুসফুসের ৩৫ ভাগ সংক্রমিত। চিকিৎসকের ভাষায় এটিকে কোভিড নিউমোনিয়া বলা হয়। তাই হাবিবকে হাসপাতালে থাকতে হচ্ছে। বর্তমানে তেমন কোনো সমস্যা নেই। সংক্রমণও কমে এসেছে। এখন কেবিনে আছে এবং ভালো আছে। দুই এক দিনের মধ্যে বাসায় ফিরতে পারবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL