• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

গলাচিপায় ৪ শত পিচ ইয়াবা সহ এক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২৩-০৮-২০ ১২:৩৫:০৪
photo

গলাচিপা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গলাচিপা পৌর এলাকার ০১ নং ওয়ার্ডের তালেব নগর আবাসন এলাকা থেকে নূর সাঈদ এর ঘরের সামনের রাস্তায়, দেহ তল্লাশি করে মোঃ রফিক উদ্দিন (৩৬) নামে ১ রোহিঙ্গা নাগরিককে ৪ শত পিচ ইয়াবাসহ আটক করে। আটকৃত ব্যক্তি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী। এ বিষয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়, যার মামলার নং ১২/২৩। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত  কুমার গায়েন গণমাধ্যমকে জানান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম), এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় আজ গলাচিপা থানা পুলিশের অভিযানে এক রোহিঙ্গা যুবকে ০৪ শত পিচ ইয়াবা সহ আটক করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা হাজতে সোপর্দ করা হবে।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com