দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত এক ছেলেকে আটক করতে থানায় অভিযোগ দিয়েছেন মা। শুক্রবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া হলবাজার এলাকার মাদকাসক্ত সাদ্দাম হোসেনের মা মোছা. রাশেদা দৌলতপুর থানায় হাজির হয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
জয়নাল শেখের স্ত্রী রাশেদা অভিযোগে উল্লেখ করেছেন, তার সন্তান সাদ্দাম হোসেন (৩৫) গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক সেবন করে থাকে। মাদক সেবনের টাকা না দিলে তাকে ও তার পিতাকে মারপিট করে ঘর থেকে টাকা চুরি করে মাদক সেবন করে। এমনকি মাদক সেবনের টাকা যোগাড় করতে না পারলে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় চুরি করে মাদক সেবনের টাকা সংগ্রহ করে। চুরি যাওয়া ব্যক্তি বা প্রতিবেশীর সম্পদের খেসারত দিতে হয় আমাদের। শুক্রবারও একই গ্রামের বছিরন খাতুনের বাড়ি থেকে হাড়ি-পাতিলসহ আসবাবপত্র চুরি করেছে। বছিরন খাতুন চুরি যাওয়া সম্পদের অর্থ দাবি করে যেটা আমার ভ্যান চালক স্বামী জয়নাল শেখ ও আমার পক্ষে দেওয়া সম্ভব না। এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত নিজ সন্তানের এমন কর্মকান্ডে আমরা অতিষ্ঠ ও অসহায় অবস্থার মধ্যে পড়েছি। মাদকাসক্ত ও চোর সন্তান সাদ্দাম হোসেনকে অবিলম্বে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন অসহায় ও নির্যতিত মা রাশেদা।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মাদকাসক্ত সাদ্দামের সাথে একই এলাকার মুন্তাজ, মিঠু, তাজু, খাইরুলসহ ৫-৬জনের একটি চোর চক্র রয়েছে যারা নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও বিভিন্ন ধরণের অপরাধ করে সংগ্রহ করা অর্থ দিয়ে মাদক সেবন করে থাকে। তাদের এমন অপরাধ কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অপরাধ ও অন্ধকার জগতে থাকা এ চোর চক্রের সকলকে অবিলম্বে আটক করে আইনের আওতায় আনার দাবি ভূক্তভোগী এলাকাবাসীর।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL