পূর্বধলা (নেত্রকোনা) :
নেত্রকোনার পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা ও প্রদর্শনীর উপকরণ বিতরণ আজ (৩১মার্চ) রবিবার পূর্বধলা, জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ল১৮৯ জন কৃষকের মাঝে ১০ প্রকার বীজ, জৈব সার এক বস্তা একটি আমের চারা একটি লেবুর চারা একটি পেয়ারার তারা দুইটি পেঁপের চারা একটি জাম্বুরার চারা, জাল, সুতা ইত্যাদি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন
বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৬১, নেত্রকোণা-৫, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলামে'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবির, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলী, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন বকুল, ঘাগড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মাজারুল ইসলাম রানা প্রমূখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রধান গন, সাংবাদিক, কৃষক কৃষাণী সহ অন্যেরা উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL