• ঢাকা
  • ২৭-সেপ্টেম্বর-২০২৩
img

দেশীয় পণ্যের প্রচারে ফেরদৌস

প্রকাশিত : ২০২১-০২-১৬ ০৪:০৪:৫১
photo

বিবি রাসেলের সঙ্গে  মডেল হিসেবে কাজ দিয়েই মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক ফেরদৌস। পরে ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পুরো অভিনয়জীবনের ফাঁকে ফাঁকে একাধিকবার মডেল হয়েছেন বিভিন্ন পণ্যের প্রচারণার জন্য। তবে সেসব স্থিরিচিত্র। কিন্তু প্রথমবার ভিডিও মাধ্যমে দেশীয় একটি পণ্যের প্রচারণা শুরু করছেন এই চিত্রনায়ক। প্রভিডেন্স নামের একটি দেশীয় অনলাইন ফ্যাশন হাউসের পাঁচটি বিজ্ঞাপনের কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি।

এই ফ্যাশন হাউসটি মূলত ছেলেদের পোশাক তৈরি ও বাজারজাত করবে। ছেলেদের সব ধরনের পোশাক, জুতা, ব্লেজার, ঘড়ি, বেল্ট, ব্যাগসহ সব পণ্য এই প্রতিষ্ঠানটি দেশেই উৎপাদন করে বিক্রি করবে। শুধু বিজ্ঞাপনই নয়, প্রথমবার এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও হয়েছেন ফেরদৌস। এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ইউরোপিয়ান মার্কেটে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত করে আসছে। তাদের পণ্য বাংলাদেশে তৈরি। উন্নত মানের পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এখন অনলাইনে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তাই আমি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি। আমার কর্মজীবনে এ রকম কোনো কাজ আগে করিনি। দেশকে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা নিয়ে প্রভিডেন্স কাজ শুরু করছে। আশা করছি, শিগগিরই পণ্যটির প্রচারণায় আমাকে দেখতে পাবেন সবাই।’ বর্তমানে অভিনয় এবং ছবি প্রযোজনা—উভয়ই করছেন এই জনপ্রিয় চিত্রনায়ক। 

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com