২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
সারাদেশ

চলছে চারদিনব্যাপী জলরং কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০১-৩০ ১৬:২৭:০৮
...

রাজধানীর এশিয়াটিক সোসাইটি গ্যালারিতে গতকাল থেকে শুরু হয়েছে রঙের গাড়ি আয়োজিত চারদিনব্যাপি ‘জলরং কর্মশালা ২০২৪’। শিল্পী মিন্টু দের নেতৃত্বে এ কর্মশালা চলছে। চার দিনের এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্য শিল্পী হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, খ্যাতিমান শিল্পী বীরেন সোম, শিল্পী আব্দুল মান্নান ও কামাল উদ্দিন। জলরংয়ের প্রতি আগ্রহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ৩০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নিয়েছে।

শিল্পী মিন্টু দে বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য আনন্দঘন পরিবেশে তরুণ শিল্পীদের উৎসাহিত করা। ইনডোর ও আউটডোরে জলরং এর চর্চা করা। এবারের কর্মশালা ঢাকার হাতিরঝিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কেরানীগঞ্জের মিকাইলে অনুষ্ঠিত হবে। কর্মশালায় ভালো করা চারজন শিক্ষার্থী দার্জিলিং-এ একটি আন্তজার্তিক কর্মশালায় অংশগ্রহণের সযোগ পাবেন।