বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কুড়িগ্রামের মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাভা অপারেশন পরবর্তী অবস্থায় ভালো আছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, অপারেশন পরবর্তী সুস্থতার যতগুলো নির্দেশক রয়েছে, তাদের সবগুলোই ভালো।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পোস্ট অপারেটিভ অবস্থায় উপাচার্য তাদের দেখতে যান।
এসময় শারফুদ্দিন আহমেদ বলেন, কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানার স্ত্রী নাসরিনের গর্ভে মেরুদণ্ড জোড়া লাগানো কন্যা সন্তান নুহা ও নাভার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপারেশন পরবর্তী অবস্থায় এই দুই শিশুকে খুব সতর্কভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশবাসীর দোয়ায় তারা এখন ভালো আছে। সামনের দিনগুলোতে তারা আরো ভালো হয়ে উঠবে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দেশে প্রথমবারের মতো মেরুদণ্ডে জোড়া লাগানো জমজ শিশু নুহা ও নাভার পনের ঘণ্টার পৃথকীকরণ অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ১০০ জন চিকিৎসকের সার্জিক্যাল টিম ওইদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টা নিরবচ্ছিন্ন অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে। ভর্তির পর কয়েকটি ধাপে পর পর অস্ত্রোপচারের করে এ চূড়ান্ত পৃথকীকরণ অপারেশন করা হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ২১ মার্চ কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে মেরুদণ্ড জোড়া লাগানো কন্যা সন্তান নুহা ও নাবা জন্ম হয়। জন্মের অল্প কয়েকদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরো স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের অধীনে নুহা ও নাভাকে ভর্তি করা হয়। শিশু দুটির বয়স এখন ২৩ মাস।
/মামুন
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL