নিজস্ব প্রতিনিধি
প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডবে লিবিয়া প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩ হাজার জনে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০ হাজার। এ তথ্য নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট। খবর রয়টার্স
লিবিয়ার রেড ক্রিসেন্টের মুখপাত্র তাকফিক শুকরি বলেছেন, মৃতের সংখ্যা ২ হাজারের ওপর। অন্যদিকে, আইএফআরসি প্রধান তামের রমাদান বলেন, এখন পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা ১০ হাজার ছুঁয়েছে’।
এর আগে, রোববার (১০ সেপ্টেম্বর) শক্তিশালী ঝড় দানিয়েল আঘাত হানে উত্তর আফ্রিকার দেশটিতে। তীব্র ঝড়ের প্রভাবে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেনগাজি, সুসি, দেরনা ও আল মার্জ। দু’টি বাধ ভেঙে তলিয়েছে ১ লাখ বাসিন্দার এলাকা। বিধ্বস্ত দেড় শতাধিক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতাও। দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্কুল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বেনগাজি ও ত্রিপেলিভিত্তিক উভয় প্রশাসনই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL