পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ৫৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে দেশটিতে। বন্যাজনিত কারণে আহত হয়েছেন আরও এক হাজার পাঁচশ জন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আরও অনেকে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির বিভিন্ন বাহিনীর গঠিত টিম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে আরও তহবিল প্রয়োজন।
২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে দেশটিতে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL