০২-এপ্রিল-২০২৫
০২-এপ্রিল-২০২৫
Logo
খুলনা

কুষ্টিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-০৭ ১৬:২৪:২৮
...

কুষ্টিয়া :
কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(৭মার্চ) সকাল সাড়ে ৮টার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ নাসরিন আক্তার।

এরপর কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় কালেক্টরেট চত্ত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ নাসরিন আক্তার। বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জর্জ কোর্টের সরকারি কৌশুলী এ্যাডঃ আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাজি রফিকুল ইসলাম টুকু প্রমুখ। পরে
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।