কুষ্টিয়া :
কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে দৌলতপুরে চ্যানেল-২৪ টেলিভিশনের কুষ্টিয়ার সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস ও ক্যামেরা পারসন এসআই সুমনসহ ও বিদ্যুৎ খন্দকার নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা। সর্বস্তরের সাংবাদিকবৃন্দর ব্যানারে রবিবার (১৮ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১১টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, অন্যথায় বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল শেখ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলা, বাংলাভিশন টেলিভিশন ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি হাসান আলী, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, দেশটিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি এনামুল হক, সিনিয়র সাংবাদিক হায়দার আলী, এখন টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সনি আজিম, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আনিছ মন্ডল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, জনবাণীর জেলা প্রতিনিধি মাহফুজ হৃদয়সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে কামাল হোসেন নামে এক ব্যক্তি নিজের বাবার নাম গোপন করে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসনের উচ্চপর্যায়ে চাকরি করছেন এমন অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গেলে হামলার শিকার হন তারা। এঘটনায় ওইদিন রাতেই দৌলতপুর থানায় শরীফ বিশ্বাস বাদী হয়ে এ হামলায় জড়িত ছয়জন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত নামায় ৮/১০ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL