২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
খুলনা

কুষ্টিয়ায় ১শ বোতল ফেন্সিডিল মামলায় এক জনের ১০ বছর সাজা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৬ ১৬:১৮:২০
...

কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুর থানার মাদক মামলায় আমিরুল ইসলাম(৩৯) নামে একজনের ১০ বছর সশ্রম কারাদন্ড ১০হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ২মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মুহম্মদ আলী আহসান এর আদালত আসামী আমিরুলের উপস্থিতিতে এই রায় দেন।

সাজা প্রাপ্ত হলেন- দৌলতপুর উপজেলার পাকুড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা পাচু সেখের ছেলে আমিরুল ইসলাম (৩৯)।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারী বেলা সাড়ে ৩টার সময় উপজেলার দাড়েরপাড়া গ্রামের এইচবিএল ইট ভার্টা সম্মুখস্থ পাকা রাস্তার উপর দৌলতপুর থানা পুলিশের চেকপোষ্টে একটি পাখিভ্যান তল্লাসি করে ভ্যান ভোঝায় কাঠের খাট ও আসবাবপত্রের মধ্য থেকে ১শ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় উদ্ধারকৃত মাদক সহ দৌলতপুর থানায় মামলা করেন উপপুলিশ পদির্শক মিরাজুল ইসলাম। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১১ মে তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপপুলিশ পরিদর্শক কামরুল ইসলাম ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬/(১), ১৪(গ)/৪১ ধারায় অভিযোগ এনে আমিরুল ইসলাম ও রশিদুল মিস্ত্রী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন আদালতে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, ‘দৌলতপুর থানার এই মাদক মামলাটির স্বাক্ষ্য শুনানী শেষে আসামী আমিরুলের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে ১০বছরের সশ্রম কারাদন্ডসহ ১০হাজার টাকার জরিমানা অনাদায়ে আর দুই মাসের সাজার আদেশ দিয়েছেন। আসামী রশিদুল মিস্ত্রিীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে’।