চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আকরামুল ইসলামকে (২৬) আটক করেছে থানা পুলিশ। এসময় মাদক কারবারি রাসেল হোসেন (২৭) ও জহুরুল ইসলামের (২৮) পালিয়ে গিয়েছে।
বৃহস্পতিবার (১ফেব্রয়ারী ) রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আকরামুল ইসলাম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়ার গ্রামের আনারুল ইসলামের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জাবীদ হাসান জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে নতুন পাড়া গ্রামে বসতবাড়ীর ছাদের ওপর থেকে মাদক কারবারি আকরামুলকে ভারতীয় নিষিদ্ধ ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এবং একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে আইনালের ছেলে মাদক কারবারি রাসেল হোসেন এবং মৃত গোলাম হোসেনের ছেলে মাদক কারবারি জহুরুল ইসলামের ফেলে যাওয়া ৩৬ বোতল ফেনসিডিল পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্হায় উদ্ধার করা হয়েছে।
মাদক কারবারি আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL