• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

দাকোপে জীবিত হরিণসহ শিকারি আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত : ২০২১-০৩-০৬ ১৬:০৬:৪৫
photo

খুলনার দাকোপ উপজেলায় একটি জীবিত হরিণসহ এক যুবক আটক হয়েছেন। যাকে ‘চোরা শিকারি’ বলছে কোস্ট গার্ড। লাউডোব খেয়াঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে। আটক শাকিল সরদার (২৩)  দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের ভোজনখালী গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেনেন্ট এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে দাকোপ উপজেলার পশুর নদের লাউডোব খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এই সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে কোস্ট গার্ড একটি জীবিত হরিণ ও কয়েকটি হরিণ শিকারের ফাঁদসহ শাকিল নামে এক চোরা শিকারীকে আটক করে।

মাজহারুল হক আরও জানান, শাকিলকে শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া হরিণটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়।


© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com