২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
খুলনা

দুর্গোৎসবে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১০-০৩ ১৬:৫২:৩০
...

খুলনা প্রতিনিধি:


মাত্র ক’ দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ বছর খুলনা জেলা ও নগরীতে এক হাজারের অধিক মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ইতিমধ্যে খুলনা জেলার নয় উপজেলা ও দু’টি পৌরসভা এলাকায় ৯,শ ১০টি এবং নগরীতে  ১শ ৩৫টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দু’একদিনের মধ্যেই প্রতিমায় পড়বে তুলির আঁচড়। পূজাকে সামনে রেখে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। পাশাপাশি  জেলা পুলিশের সূত্রগুলি জানিয়েছে,  শারদীয়া উৎসবে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে থাকছে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরাও।
খুলনা নগর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক (বার), পিপিএম সেবা জানিয়েছেন, খুলনা নগরীতে ১শ ৩৫টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১১টি মন্ডপ রয়েছে পারিবারিক।  ১শ ২৪টি মন্দিরের মধ্যে কয়েকটি অধিক গুরুত্বপূর্ণ রয়েছে।  বাকী মন্ডপগুলি স্বাভাবিক হিসাবে তালিকা করা হয়েছে। পূণ্যার্থীদের দেবীর প্রতিমা দেখাসহ উৎসব পালনে যাতে কোন প্রতিবন্ধকতা না থাকে সেজন্য  তিন স্তর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে নগর পুলিশ। 
এসময় ট্রাফিক ব্যবস্থার যেন কোন সমস্যা না হয় সেজন্যও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এক্ষেত্রে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নগরীর ট্রাফিক ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। একই সাথে মাদক বন্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানালেন নগর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক (বার), পিপিএম সেবা।
খুলনা নগরীর পাশাপাশি জেলাতেও এবার  ৯শ ১০টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পুলিশের তালিকায় অবশ্য মন্ডপের সংখ্যা ৮শত ৫১টি। বাকী ৫৯টি পারিবারিক পূজা বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃঞ্চপদ দাস।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃঞ্চপদ দাস জানান, জেলার  ৯ উপজেলা ও ২টি পৌরসভা এলাকায়  ৯শ ১০টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে ডুমুরিয়া উপজেলা এলাকায় ২শ ১৪টি মন্ডপ। একই ভাবে ফুলতলা উপজেলায় ৩৪টি, পাইকগাছায় ১শ ৪৯টি,  পাইকগাছা পৌরসভায় ৬টি, দাকোপে ৭৪টি, চালনা পৌরসভায় ১০টি, বটিয়াঘাটায় ১শ ১৪টি, রূপসায় ৭৬টি,  তেরখাদায় ১শ ১৩টি,  দিঘলিয়ায় ৬৩টি ও কয়রা উপজেলা এলাকায় ৫৭টি পূজা মন্ডপ।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা বলেন, আসন্ন দূর্গোৎসবকে আড়ম্বরতার সাথে পালনের জন্য জেলা এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। খুলনা জেলা এলাকায় ৮শ ৫১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও আরও কিছু পারিবারিক  মন্ডপও রয়েছে। প্রতিটি মন্ডপে থাকবে সিসি ক্যামেরা। ইতিমধ্যে পূজা উদ্যাপন পরিষদসহ সংশ্লিষ্ট সকলের সাথে মত বিনিময় সম্পন্ন করা হয়েছে।