যশোর :
নিখোঁজের দুই দিন পর বাদশা মিয়া (৬৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারী) দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশে একটি ছোট্ট গর্ত থেকে তার মরা দেহটি উদ্ধার করে পুলিশ। সে বাদশা মিয়া যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মজিদ মিয়ার ছেলে।
নিহতের ছেলে রাসেল জানান, রোববার দুপুরে বাবা বাদশা মিয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। সোমবার বেলা বারোটার দিকে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকা থেকে বাবার রিকশাটি উদ্ধার করা হয়।মঙ্গলবার সকালে জানতে পারি যশোর-মাগুরা সড়কের পাশে তাদের বাবার লাশ পড়ে আছে। সাথে সাথে সেখানে গিয়ে বাবার মৃতদেহটি শনাক্ত করে।
তার ভাই তাইজুল ইসলাম বলেন, ‘নিখোঁজের দুই দিন পর আজ স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী এসে আমরা বাদশার মরদেহ শনাক্ত করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রিক্সার ব্যাটারি ছিনতাইয়ের জন্য তাকে মেরে ফেলা হয়েছে।
নিহতের প্রতিবেশী জিল্লুর রহমান ভিটু জানান, ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যার পর বাদশা মিয়া তার অটোরিকশা নিয়ে বের হন। সোমবার শহরতলীর খোলাডাঙ্গা এলাকা থেকে ব্যাটারিবিহীন অটোরিকশাটি উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এর পরেই পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালাবে।।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL