যশোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। তবে ভোটের আগের রাত থেকেই বিভিন্ন কেন্দ্রে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। ভোটের দিন সকালেও ভোট কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সকালে যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য মারুফ আহত হন। এছাড়া যশোরের মনিরামপুরের হেলাঞ্চীতে স্বতন্ত্রপ্রার্থী ইয়াকুব আলীর সমর্থক মশিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ফলে স্থানীয় ভোটারদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
যশোরের ৬ আসনের ২৩ লাখ ৩৯ হজার ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১১ লাখ ৭৬ হাজার ১০৫ জন, নারী ১১ লাখ ৬২ হাজার ৯৩৫ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১৫ জন।
এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্নে জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে পুলিশ, আনসার, বিজিবি, সেনা সদস্য, ম্যাজিস্ট্রেটসহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL