নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা :
ভারত বাংলাদেশের সিমান্তারক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে সাতক্ষীরা ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্ধর এলাকার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এস কে এম কফিল উদ্দিন, স্টাফ অফিসার মোঃ মাসুদ রানা ও ভোমরার কোম্পানি কমান্ডার মো: জাহিদ শিকদার।
এছাড়া ভারতের বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ১০২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শম্ভু প্রসাদ ও সহ-অধিনায়ক শরাবজিৎ সিং, সন্দীপ সৌরভ সহ বিএসএফ ও বিজিবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ভারতীয় বিএসএফকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজয়ী হয় ।
দুই দেশের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর প্রীতি ভলিবল প্রতিযোগীতা উপভোগ করতে বিপুল সংখ্যক সাধারন মানুষ এসময় উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL