ধামরাই :
ঢাকার ধামরাই-কালামপুর সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে । ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার সুষম অটো রাইস মিলের সড়কের পাশে রাস্তারধারে এক সময়ে এই গাছগুলো তরতাজা ছিল। পরে গাছগুলোর সামনেই ফেলা হতো পৌরসভার ময়লার বাগাড়।ফলে ময়লার গ্যাসে মরে গিয়ে মৃত্যুর ফাঁদ হয়ে এখনও রাস্তায় দাড়িয়ে আছে মরা গাছ গুলো প্রায় কয়েক মাস ধরে।
এতে এই গাছগুলো থেকে যে কোন সময়ে গাছ পড়ে চলাচল যানবাহনে বা পথচারি মানুষের দেহ পড়ে যে কোন বড় দুর্ঘটনা ঘটতে পারে। এসড়ক প্রতিদিন বিভিন্ন যানবাহন ও পথচারি মানুষ চলাচল করছে। এলাকাবাসী বলছে এটা দেখার কেউ নেই। অথচ এই সড়ক দিয়েই কোন না কোন প্রশাসন কর্মকর্তা বা জন প্রতিনিধিরা বা বিভিন্ন পেশাজীবীরা লোক যাতাযাত করে থাকেন। এলাকাবাসীরা আরো জানায়,উপজেলা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করা দরকার এখনি।
কারণ সামনে কালবৈশাখী ঝড় বৃষ্টি দিন আসার পূর্বেই যেন এই মরা গাছগুলো কেটে মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করা। এছাড়া গাছগুলো গুরায় মাটি সরে বা গাছ পচে পড়ে যেতে পারে। তাই অসর্তকার কারণে এতে জনদুর্ভোগ হতে পারে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL