০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
ঢালিউড

করোনার ভ্যাকসিন নিলেন ববিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২১-০৩-০৩ ১৭:১৪:৩৭
...

প্রখ্যাত অভিনেত্রী ববিতা করোনার ভ্যাকসিন নিয়েছেন। বুধবার সকাল আটটায় রাজধানীর মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন ববিতা। ভ্যাকসিন নেওয়ার পরে বুধবার  দুপুরে ববিতা বলেন, ‘আজ সকালে বক্ষব্যাধী হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছি। আমি মনে করি, ভ্যাকসিন নেওয়া আমাদের সব সচেতন নাগরিকের দায়িত্ব।’

সত্তর দশকে ‘শেষ পর্যন্ত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ববিতার। জহির রায়হান পরিচালিত ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার পথ চলা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমাতে অভিনয় করেছেন। বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে অঙ্গনেও প্রশংসিত হন।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা প্রথম নারী অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপরে নিজের অভিনয় দক্ষতায় একাধিকবার এই পুরস্কার পেয়েছেন তিনি।