• ঢাকা
  • ২৭-সেপ্টেম্বর-২০২৩
img

করোনার ভ্যাকসিন নিলেন ববিতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২১-০৩-০৩ ১৭:১৪:৩৭
photo

প্রখ্যাত অভিনেত্রী ববিতা করোনার ভ্যাকসিন নিয়েছেন। বুধবার সকাল আটটায় রাজধানীর মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন ববিতা। ভ্যাকসিন নেওয়ার পরে বুধবার  দুপুরে ববিতা বলেন, ‘আজ সকালে বক্ষব্যাধী হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছি। আমি মনে করি, ভ্যাকসিন নেওয়া আমাদের সব সচেতন নাগরিকের দায়িত্ব।’

সত্তর দশকে ‘শেষ পর্যন্ত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ববিতার। জহির রায়হান পরিচালিত ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার পথ চলা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমাতে অভিনয় করেছেন। বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে অঙ্গনেও প্রশংসিত হন।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা প্রথম নারী অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপরে নিজের অভিনয় দক্ষতায় একাধিকবার এই পুরস্কার পেয়েছেন তিনি।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com